Last Updated: Saturday, August 10, 2013, 14:38
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হবে পিভি সিন্ধুকে। সেমিফাইনালে থাইল্যান্ডের রাতচানোক ইন্টানোনের কাছে স্ট্রেট গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন ভারতীয় ব্যাডমিন্টনের নতুন তারকা। সিন্ধু ম্যাচ হারেন ১০-২১, ১৩-২১ গেমে। গতকাল কোয়ার্টার ফাইনালে জিতে ব্রোঞ্জ পদক আগেই পাকা করে ফেলেছিলেন মালয়েশিয়া গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন সিন্ধু।